রাঙ্গামাটিতে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে সম্প্রীতি সভা

রাঙামাটিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙ্গামাটি সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় রাঙামাটি সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান।

জেলা প্রশাসক বলেন, সবার উপরে আমরা মানুষ। ধর্ম, বর্ণের কারণে কারো সাথে ভেদাভেদ করা যাবে না। সম্প্রীতি রক্ষায় এলাকাভিত্তিক কমিটিগুলো সক্রিয় থাকলে যেকোনো ধরনের ঘটনা রোধ করা সম্ভব। তিনি রাঙামাটি শহরের সম্প্রীতি ও সৌন্দর্য রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। শিক্ষা প্রতিষ্ঠানের উচিত শিশুদের মানসিক মূল্যবোধ, শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতির শিক্ষায় শিক্ষিত করা।

সভায় বক্তারা বলেন, সম্প্রীতি মানে পরস্পরকে সম্মান করা, যদি সম্প্রীতির জন্য একতাবদ্ধ হয় তাহলে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। সমাজে সব ধর্মের মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত হবে যা সাম্প্রদায়িক সম্প্রীতির শহরে পরিণত করবে। নিজের কল্যাণার্থে সম্প্রীতি বজায় রাখা আমাদের সকলের দ্বায়িত্ব।দেশের সমৃদ্ধি ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাসরীন সুলতানা, বিশিষ্ট শিক্ষাবিদ নিরূপা দেওয়ান, বিএনপির’র রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি দীপন তালুকদার, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন সহ জেলার বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দ গণমাধ্যমকর্মী বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।