রাঙ্গামাটিতে ৫ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ
রাঙ্গামাটিতে বসবাস করা প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে শীত বস্ত্র ও খাবার বিতরণ করেছেন রাঙ্গামাটি জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি ও নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থা রাঙ্গামাটি জোনের চেয়ারম্যান মঈন উদ্দীন সেলিম।
শনিবার (২৬ ডিসেম্বর) রিজার্ভ বাজারস্থ হোটেল সৈকত সংলগ্ন এলাকায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরন ও খাবারের আয়োজনের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য হাজ্বী মোঃ মুছা মাতব্বর, দপ্তর সম্পাদক রফিক আহমেদ তালুকদার, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার মিয়া বানু, ২নং ওয়ার্ড কমিশনার করিম আকবরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গগণ।
উদ্বোধনী অনুষ্ঠানে ৫০০ জনকে শীতবস্ত্র ও খাবার বিতরন করা হয়।
পর্যায়ক্রমে ২০০০ শীতার্ত প্রতিবন্ধী ও অসহায় পরিবারকে এসব সহায়তা বিতরন করা হবে বলে জানিয়েছেন মঈন উদ্দীন সেলিম।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন