রাঙ্গামাটিতে ৮৫ হাজার ৮৬০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

আগামী ১৫ মার্চ রাঙামাটিতে ৬-১১ মাস এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষ্যে রাঙামাটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ।

বুধবার (১২ মার্চ) দুপুর সাড়ে ৩টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে কর্মসূচির বিষয়ে ব্রিফ করেন সিভিল সার্জন নূয়েন খীসা। অনুষ্ঠানে উপস্থাপনা করেন জুনিয়র হেলথ এডুকেশন অফিসার খোকন চাকমা। এসময় অনুষ্ঠানে মেডিকেল অফিসার ডাঃ ইমরুল হাসান সহ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবারের ন্যায় স্ব স্ব এলাকার নিকটস্থ টিকা সেবা কেন্দ্রে গিয়ে নির্ধারিত বয়সের শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর পরামর্শ দেয়া হয়।

সিভিল সার্জন জানান, এবার ক্যাম্পেইনে সদরসহ জেলার মোট ৮৫ হাজার ৮৬০ শিশুকে স্বাস্থ্যবিধি মেনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তাদের মধ্যে রয়েছে ৬-১১ মাস বয়েসী ১০ হাজার ৫৩৭ এবং ১২-৫৯ মাস বয়সী ৭৫ হাজার ৩২৩ শিশু।

জেলায় ১২০৭টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।