রাঙ্গামাটির জেলা প্রশাসন কর্তৃক বালিকা কাবাডি দলকে সংবর্ধনা

তারুন্যের উৎসব উপলক্ষে যুব কাবাডি অনুর্ধ ১৮ বালক ও বালিকা কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাঙ্গামাটি জেলা বালিকা কাবাডি দলকে সংবর্ধনা দিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাঙ্গামাটি সার্কিট হাউজে কাবাডি বালিকা দলের মেয়েদের ফুল দিয়ে বরণ করে নেন রাঙ্গামাটির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মোবারক হোসেন।
এ সময় রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, সিনিয়র সহকারী কমিশনার মোঃ ইয়াসিন খন্দকার, নেজারত ডেপুটি কালেক্টর নাবিল নওরোজ বৈশাখ, রাঙ্গামাটি জেলা ক্রীড়া কর্মকর্তা এস আই এম ফেরদৌস আলম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মোবারক হোসেন বলেন, রাঙ্গামাটির কাবাডি দলের মেয়েরা রাঙ্গামাটি তথা আমাদের দেশের গর্ব। তারা রাঙ্গামাটির দুর্গম জুরাছড়ি হতে উঠে এসে জাতীয় ভাবে চ্যাম্পিয়ন হয়েছে। তাদের জন্য রাঙ্গামাটি জেলাবাসী আরো একবার গর্বিত হলো।
তিনি বলেন, আশা করছি এই টিম থেকে অনেক খেলোয়াড় আগামীতে জাতীয় দলে অংশগ্রহণ করে আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের জন্য সুনাম বয়ে আনবে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন