রাঙ্গামাটির ঝুলন্ত সেতুর ডুবে থাকায় সেতুতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

গত কয়েকদিনের বৃষ্টিতে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি বেড়ে যাওয়ায় ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু। দুর্ঘটনা এড়াতে পর্যটকদের সেতুটিতে উঠতে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি পর্যটক কমপ্লেক্স।

পর্যটক কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে গত সোমবার সেতুর কিছু অংশে পাটাতনের ওপর পানি ওঠে। তবে আজ বুধবার সকালে পানি বেড়ে সেতুটি তলিয়ে যায়। এ পরিস্থিতিতে সকাল ১০টার দিকে সেতুতে উঠতে পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়।

পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা বলেন, ‘লেকের পানি বৃদ্ধি পাওয়ায় সেতুর পাটাতনে পানি উঠতে শুরু করেছে। ইতিমধ্যে সেতুতে ৩/৪ ইঞ্চি উঠে গেছে।বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

তাদের নির্দেশে সাময়িকভাবে সেতুতে পর্যটকসহ সর্বসাধারণের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পানি নেমে গেলে দ্রুত খুলে দেওয়া হবে।