রাঙ্গামাটির রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া একাডেমিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও একাডেমিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজনে করা হয়।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের স্বপ্ন থাকতে হবে সে স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম করতে হবে। তোমার স্বপ্ন তোমার পরিবার, সমাজ ও দেশের সুনাম অর্জন করে উন্নতি লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক (আইসিটি) দিপালী দেওয়ান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক, (শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানা, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া, ও একাডেমিক প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।