রাঙ্গামাটির লংগদু উপজেলায় ২ অবৈধ ইটভাটা বন্ধ, জরিমানা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/01/IMG-20250111-WA00091-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
চলমান অবৈধ ইটভাটা বন্ধকরণ কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটির লংগদু উপজেলায় ২টি ইটভাটা বন্ধ করে দিয়েছে লংগদু উপজেলা প্রশাসন।
শনিবার (১১ জানুয়ারি) লংগদু উপজেলায় ১টি অবৈধ ইটভাটা বন্ধ করে দেয় লংগদু উপজেলা প্রশাসন। এর আগে গত (১ জানুয়ারি) লংগদু উপজেলায় আরও একটি ইটভাটা অভিযান চালিয়ে বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট কর্তৃক পরিচালিত মোবাইল কোর্ট ইটভাটার মালিককে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
২টি ইটভাটা বন্ধ করার মধ্যে রয়েছে লংগদু উপজেলার অন্তর্গত লংগদু ইউনিয়নে এল বি এম ব্রিকস ও আটারকছড়া ইউনিয়নে কে বি এম ব্রিকস।
এসময় লংগদু উপজেলা প্রশাসনের উদ্যেগে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ইটভাটার জ্বলন্ত চুল্লীর আগুন নিভিয়ে দেয়া ও ২ টি অস্থায়ী চিমনি ফেলে দেওয়া হয়।এলজিইডি এর সহায়তায় এস্কেভেটার দিয়ে কাঁচা ইটগুলো ধ্বংস করা হয়।
অভিযানে লংগদু উপজেলার থানা পুলিশ সদস্য, সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ সার্বিকভাবে সহায়তা করেন।
উল্লেখ্য যে, মহামান্য হাইকোর্টের আদেশ প্রতিপালনে রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক নির্দেশনায় পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলার প্রতিটি উপজেলায় এরূপ অভিযান অব্যাহত থাকবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন