রাঙ্গামাটি জেলা প্রশাসনের সচেতনতামূলক কার্যক্রম “পাহাড়ধ্বস রোধে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শন”

পাহাড়ি ভূমিধস রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২২ মে) এক বিশেষ সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ মহোদয়ের নির্দেশক্রমে সম্মানিত উপপরিচালক (স্থানীয় সরকার) মো: মোবারক হোসেন রাঙ্গামাটি সদর উপজেলার ভেদভেদী এলাকার শিমুলতলি ও লোকনাথ মন্দির সংলগ্ন ঝুঁকিপূর্ণ পাহাড়ি স্থানসমূহ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং পাহাড় ধসে সম্ভাব্য বিপদের বিষয়ে সবাইকে অবহিত করেন। পাশাপাশি তিনি সচেতনতা ও সতর্কতা অবলম্বনের গুরুত্ব তুলে ধরেন এবং পাহাড়ি এলাকায় পরিকল্পনাহীন নির্মাণ ও বৃক্ষনিধনের ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, “ভূমিক্ষয় পার্বত্য এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য একটি বড় হুমকি। এ থেকে সৃষ্ট ভূমিধস মানুষের জানমালের জন্য চরম ঝুঁকিপূর্ণ। তাই সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে এবং পাহাড় রক্ষা ও নিরাপদ বসবাস নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

রাঙ্গামাটি জেলা প্রশাসন ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক অভিযান ও প্রচারণা কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান হয়।