রাঙ্গামাটি ট্রাক চালক কল্যাণ সমিতির দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি ট্রাক চালক কল্যাণ সমিতির উদ্যোগে দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) সকাল রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজারস্থ হোটেল নাদিশা’য় ১০টায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি দীপন তালুকদার দীপু।

প্রধান বক্তা ছিলেন রাঙ্গামাটি জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এ্যাডভোকেট মোঃ মামুনুর রশিদ।

রাঙ্গামাটি ট্রাক চালক কল্যাণ সমিতির সভাপতি মোঃ ইউনুছ সভাপতিত্বে ও রাঙ্গামাটি জেলা ট্রাক,মিনিট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি মোঃ মমতাজ মিয়া, রাঙ্গামাটি চট্টগ্রাম ট্রাক মালিক গ্রুপ সভাপতি মোঃ জাহেদুল ইসলাম চৌধুরী, রাঙ্গামাটি চট্টগ্রাম ট্রাক মালিক গ্রুপ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল রহিম (আকাশ), রাঙ্গামাটি পার্বত্য জেলা ট্রাক, মিনিট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ এ.টি.এম হাসমত উল্লাহ, রাঙ্গামাটি জেলা মিনিট্রাক মালিক সমিতি সভাপতি বাবু অলোক প্রিয় চৌধুরী রিন্টু, রাঙ্গামাটি জেলা মিনিট্রাক মালিক সমিতি, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, রাঙ্গামাটি পৌর শ্রমিকদল সভাপতি মোঃ ইদ্রিস হাওলাদার, রাঙ্গামাটি ট্রাক চালক কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক মোঃ হাসান, রাঙ্গামাটি জেলা ট্রাক,মিনিট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম।

বক্তারা বলেন, দীর্ঘ বছর পর দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে। শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হবে।এখন আর কোনো অনিয়ম দুর্নীতি চলবে না।

সভায় সকলের সম্মতিতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।