রাঙ্গামাটি সংবিধান সংস্কার সংক্রান্ত জনমত জরিপ শীর্ষক কার্যক্রমের অবহিতকরণ সভা

সংবিধান সংস্কার সংক্রান্ত জাতীয় জনমত জরিপ National Public Opinion Survey Constitutional Reform শীর্ষক কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিসংখ্যান কার্যালয় ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মহোদয়

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ প্রত্যয় ব্যক্ত করেন যে, আমরা রাঙ্গামাটি জেলা থেকে একটি সুনির্দিষ্ট ও সুন্দর জনমত জরিপের ফলাফল সরকারের কাছে পৌঁছে দিতে সক্ষম হব।

অবহিতকরণ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মোঃ রুহুল আমিন, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নুর উজ জামান ,অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া, সহকারী কমিশনার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন সহ জেলার রাজনৈতিক নেতৃবৃন্দসহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক জনপ্রতিনিধিত্বশীল ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ক্ষমতায়নের উদ্দেশ্যে দেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করে সংবিধান সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন প্রস্তুত করতে একটি “সংবিধান সংস্কার কমিশন” গঠন করা হয়েছে।

সংবিধান সংস্কার সংক্রান্ত রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে নাগরিকদের মতামত গ্রহণ করার লক্ষ্যে উক্ত কমিশনের অনুরোধে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক ০৫-১০ ডিসেম্বর ২০২৪ খ্রি. ‘সংবিধান সংস্কার সংক্রান্ত জাতীয় জনমত জরিপ (National Public Opinion Survey on Constitutional Reform)’ পরিচালনা করা হবে।

দেশের ৬৪ জেলার প্রতিটি জেলা হতে পরিসংখ্যানিক পদ্ধতিতে ৩৬টি করে মোট ২৩০৪টি নমুনা এলাকা। Primary Sampling Unit (PSU) দৈবচয়ন পদ্ধতিতে নির্ধারণ করা হয়েছে। প্রতিটি নমুনা এলাকা বা PSU হতে নমুনায় পদ্ধতিতে নির্বাচিত ২০টি খানায় তথ্য সংগ্রহ করা হবে। নির্বাচিত প্রতিটি খানা হতে ১৮-৭৫ বছর বয়সী সকল সদস্যের মধ্য থে Kish Selection of H.H member পদ্ধতিতে নির্বাচিত একজনের নিকট হতে জরিপের তথ্য সংগ্রহ করা হবে।