রাঙ্গামাটি ৩ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে দাদা আটক

রাঙামাটিতে ৩ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে তার দাদাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে এই ঘটনা ছড়িয়ে পড়ার কয়েক ঘন্টার মধ্যেই অভিযান পরিচালনা করে ধর্ষক সুবাস কুমার চাকমাকে (৬০) আটক করে রাঙামাটির কোতয়ালী থানা পুলিশ।
এর আগে সোমবার (১০ মার্চ) সকাল যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী শিশুটির মা।
ভুক্তভোগী শিশুর মা বলেন, রোববার রাতে আমার মেয়ে তার দাদা এবং দাদীর সঙ্গে ঘুমিয়ে ছিল। সোমবার সকালে তার দাদী কাজে বের হয়। সকাল ৭টার দিকে আমার মেয়ে চিৎকার করে কান্না করতে থাকে।
মেয়ের কান্না শুনে আমি দেখতে গেলে আমার মেয়ে বিছানা থেকে উঠে আসে এবং আমাকে বলে দাদু তার স্পর্শকাতর স্থানে স্পর্শ করেছে। আমি এ ঘটনার প্রতিবাদ করলে আমার শশুড় আমার সঙ্গেও খারাপ ব্যবহার করে। একপর্যায়ে আমাদের হাতাহাতির মতো অবস্থা হয়।
শিশুটির মা বলেন, এ ঘটনায় আমি ন্যায়বিচার চাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ সাহেদ উদ্দীন জানিয়েছেন, মর্মান্তিক এই ঘটনায় নিপীড়ক সুবাস কুমার চাকমাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শওকত আকবর খান বলেন, যৌন নিপীড়নের শিকার শিশুটিকে ভর্তির পর প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন