রাজগঞ্জে শিক্ষক আবুল কাসেমের ইন্তেকাল
            
                     
                        
       		যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের আবুল কাসেম নামের এক হাইস্কুল শিক্ষক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মরহুম আবুল কাসেমের বাড়ী রাজগঞ্জের মনোহরপুর গ্রামে। তিনি ঝিকরগাছা উপজেলার বালিয়াডাঙা ইউপি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক।
জানাগেছে- গত তিনদিন আগে হার্ডের সমস্যা নিয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা হচ্ছিলো। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর ২ টার দিকে ঢাকা ধানমন্ডি গ্রীন লাইফ হাসপাতালে অপেনহার্ট সার্জারি অবস্থায় তার মৃত্যু হয়।
বুধবার সকাল ৯টায় স্থানীয়ভাবে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন কাজ সম্পন্ন করা হয়। মরহুম শিক্ষক আবুল কাসেমের জানাজা নামাজে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
 
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




