রাজধানীতে আওয়ামীলীগের আনন্দ শোভাযাত্রায় জনস্রোত

আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রায় জনস্রোত পরিনত হয়েছে।

শুক্রবার (২১ জুন) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শাহবাগ পর্যন্ত লোকে লোকারণ্য নানা রঙের ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে শোভাযাত্রায় অংশ নিয়েছে নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণ।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত বাসভবন ধানমন্ডি বত্রিশ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

সমাবেশ ও শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।