রাজধানীতে একা ঘরে ছয় বছরের শিশু ধর্ষণের শিকার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/01/a-boy-raped-by-girls.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
রাজধানীর মিরপুর ১ নম্বর সেকশনে ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে পুলিশ অভিযোগ পেয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মন্টু (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
পরে রাত ১১টার দিকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
শাহআলী থানার উপপরিদর্শক (এসআই) অনুজ কুমার সরকার বলেন, দুপুরে মা শিশুটিকে ঘরে রেখে বাইরে কাজে যান। সেই সুযোগে ঘরে ঢুকে মন্টু নামের এক ব্যক্তি শিশুটিকে ধর্ষণ করে। এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে। এরপর মন্টুকে আটক করে থানায় সোপর্দ করা হয়।
এসআই আরো জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন