রাজধানীতে এবার বাসে আগুন
রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফ আর টাওয়ারে গতকাল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার রেশ কাটেনি এখনো। এবার রাজধানীর বসুন্ধরা গেটে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ শুক্রবার (২৯ মার্চ) রাত ৮ টা ৩০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসে ডিফেন্স হেডকোয়াটার জানান, নূর এ মক্কা পরিবহন বাসের ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণে এই অগ্নিকান্ডটি ঘটে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিভানোর কাজ করছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫২ মিনিটের দিকে ভবনটির ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে।
ফায়ার সার্ভিসের ২১ টি ইউনিট কাজ করে। সেই সঙ্গে বিল্ডিংয়ের ওপর থেকে হেলিকপ্টার থেকে বালু ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়। এছাড়াও ল্যাডার ইউনিট (বহুতল ভবন থেকে উদ্ধারকারী সিঁড়ি), মোটরসাইকেল ইউনিট, ৫টি হেলিকপ্টার ও সেনাবাহিনীসহ বেশ কয়েকটি সংস্থা উদ্ধারকাজে অংশ নেয়। বিকাল ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন