ঘূর্ণিঝড় ফণির প্রভাবে রাজধানীসহ বিভিন্ন স্থানে বৃষ্টি
হ্যারিকেনের গতি সম্পন্ন ভয়াল ঘূর্ণিঝড় ফণীর অগ্রগতি অংশের প্রভাবে রাজধানীসহ বিভিন্নস্থানে শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবার সকাল পৌণে ১০টায় শুরু হয় বৃষ্টি। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশের উপকূলীয় এলাকায় সন্ধ্যায় নয় মধ্যরাতে ফণি আঘাত হানবে।
আবহাওয়াবিদ আফতাব উদ্দিন জানান, সকালে ভারতের ওড়িশার পুরীতে প্রবল শক্তিতে ফণী আঘাত হেনেছে। এরপর আস্তে আস্তে ফণির শক্তি কমে আসবে এবং মধ্যরাতে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে আঘাত আনবে। তিনি আরও জানান, ফণির অগ্রগতি অংশের প্রভাবে রাজধানীসহ বিভিন্নস্থানে শুরু হয়েছে বৃষ্টি। রাজধানীতে বৃষ্টির স্থায়িত্ব স্বল্প হলেও অন্যান্য জায়গায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে।
বার্তা সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড় ফণী আঘাত হেনেছে ভারতের ওড়িশার পুরীতে। সকাল ৯ টা নাগাদ ঘূর্ণিঝড়টি আঘাত হানে।ঝড়ের একটানা গতিবেগ ঘণ্টায় ১৭০ থেকে ১৮০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ২০০-২৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন