রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে
জুন মাসে রাজধানী ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালেই ভর্তি হয়েছে ১৫৫৩ জন। মৃতের হয়েছেন একজনের। যা গত বছর এ সময়ের চেয়ে পাঁচগুণেরও বেশি। চিকিৎসকরা বলছেন, এবারের আক্রান্তের মধ্যে মারাত্মক ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি।
যদিও বিষয়টি মানতে নারাজ স্বাস্থ্য অধিদপ্তর, তবে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলো প্রস্তুত বলে জানান তারা।
মৃতের সংখ্যা আশঙ্কাজনক না হলেও ক্রমেই যেন ভয়ঙ্কর হয়ে উঠছে রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৫ জুন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয় ১১২ জন, পরের দিন ৭৫ জন, ২৭ জুন ১১৫, ২৮ জুন ৫৪ জন, ২৯ জুন ১০৪ ও মাসের শেষ দিনে এই সংখ্যা ছিল ৫২ জন। গোটা জুন মাস জুড়ে এই সংখ্যা ১ হাজার ৫৫৩ জন। অথচ গত বছর এই সময়ে এ সংখ্যা ছিল ২৯৫।
আক্রান্তের তুলনায় মৃতের সংখ্যা কম হলেও আতঙ্কের বিষয় হচ্ছে এর অধিকাংশই আক্রান্ত মারাত্মক ডেঙ্গুতে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে সংখ্যা বাড়লেও তা এখনো ভয়াবহ পর্যায়ে নয়। আর আক্রান্তের মধ্যে কোন টাইপের বেশি সে বিষয়ে পরীক্ষা শেষেই নিশ্চিত হওয়া যাবে। তবে ডেঙ্গু মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
এই মৌসুমে এপ্রিলে ২ জনের পর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৯ জুন মারা গেছে আরও একজন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন