রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, বিএনপির যুগ্ন মহাসচিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল এর নিঃশর্ত মুক্তির দাবীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রাজধানীর উত্তরা আযমপুরে এলাকায় পুলিশের দুই দফা বাধা উপেক্ষা করে মিছিল বের করে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর।
মিছিলের নেতৃত্ব দেন সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি ফখরুল ইসলাম রবিন ও সাধারন সম্পাদক গাজী রেজওয়ান উল হোসেন রিয়াজ।
মিছিল থেকে উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা কামাল হৃদয়কে পুলিশ গ্রেফতার করে বলে জানা গেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন