রাজধানীতে হোম ইকোনমিক্স কলেজছাত্রীদের সড়ক অবরোধ
পরীক্ষার দাবিতে সড়ক অবরোধ করেছেন কলেজ অব হোম ইকোনমিক্সের ছাত্রীরা। তাদের অবস্থানের কারণে ওই সড়কে যানচলাচল ব্যাহত হয়।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর আজিমপুরে কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
এসময় তারা ‘১৯ সালের পরীক্ষা একুশে ধোঁয়াশা’, ‘ঘোষিত পরীক্ষা বাতিল হতে দিব না’, ‘পরীক্ষা চাই, পরীক্ষা চাই’ স্লোগান দিতে থাকে।
শিক্ষার্থীদের দাবি, সাত কলেজের পরীক্ষা চললে তাদের দোষ কোথায়। আন্দোলনরত এসব শিক্ষার্থীরা পরীক্ষা দিতে চান।
তারা বলছেন, ২০১৯ সালে শেষ বর্ষের পরীক্ষা আজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গত দুই দিন আগে শিক্ষামন্ত্রীর ঘোষণায় এসব পরীক্ষা স্থগিত করা হয়।
কলেজ অব হোম ইকোনমিক্সের শিক্ষার্থী আয়শা সিদ্দিকা বলেন, ‘আমরা এক দফা দাবি নিয়ে রাজপথে নেমেছি। আমরা পরীক্ষা দিতে চাই। অন্য শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা চললেও আমাদের দোষ কোথায়।’
এদিকে আন্দোলন শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেছেন কলেজ অব হোম ইকোনমিক্সের অধ্যক্ষ ইসমাত রুমিনা। তিনি শিক্ষার্থীদের বোঝাতে ব্যর্থ হয়ে ফিরে গেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন