রাজধানীর আজিমপুর কবরস্থানে মিললো পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ

রাজধানীর আজিমপুর কবরস্থানের ভেতর থেকে পলিথিনে মোড়া এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ মার্চ) রাত ১২টার দিকে লালবাগ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) শেখ মো. নুতম মিয়া জানান, খবর পেয়ে আজিমপুর কবরস্থানে হানিফ (ঢাকার সাবেক মেয়র মৃত. হানিফ) মসজিদের পাশের একটি রিজার্ভ কবরের মাঝখান থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ পলিথিনের ভেতর কাঁথা দিয়ে মোড়ানো অবস্থায় ছিল। তার নাড়িতে হাসপাতালের ক্লিপও লাগানো ছিল।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে কোনো গরীব বা অসহায় মানুষ নবজাতকের মরদেহ দাফন করার জন্য কবরস্থানে নিয়ে গিয়েছিল। টাকা-পয়সার সংকটে দাফন দিতে না পেরে বা অন্য কোনো কারণে মরদেহ সেখানে ফেলে গেছে। তবুও বিস্তারিত জানতে তদন্ত করে দেখা হচ্ছে।