রাজধানীর উত্তরায় মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/12/IMG892-2-891x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
রাজধানীর উত্তরায় উত্তরখান এলাকায় টঙ্গী অভিমুখে একটি মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে।সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ছোটন শর্মা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেন চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিল। একপর্যায়ে মালবাহী ট্রেনটি টঙ্গী রেলওয়ে ব্রিজের সামনে উত্তরখান এলাকায় লাইনচ্যুত হয়। এতে হতাহতের খবর আসেনি। উদ্ধারকারী টিমকে খবর দেওয়া হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী জানান, ওই মালবাহী ট্রেন দুর্ঘটনার ফলে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন