রাজধানীর একটি বাড়ি থেকে ৬টি ককটেল জব্দ

রাজধানীর নবাবপুরে একটি বাড়ি থেকে ৬টি ককটেল, স্পিøন্টার ও কেরোসিন জব্দ করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে, অভিযানের আগেই তিন যুবক কৌশলে পালিয়ে গেছে।
র্যাব বলছে, বোমাসদৃশ বস্তু উদ্বারের ঘটনায় কোন রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা- তা গুরুত্বসহকারে খতিয়ে দেখছে র্যাব। ককটেল সদৃশ ৫ থেকে ৬টি বস্তু ও স্পিøন্টার র্যাবের বোম ডিস্পোজাল ইউনিট পরীক্ষা করছে। এসব বস্তু রাখার সঙ্গে রাজনৈতিক দলের কোন ধরনের সংশ্লিষ্টতা আছে কিনা- তাও যাচাই বাছাই ও বিশ্লেষণ করা করা হবে।
র্যাব-৩ এর সিনিয়র সহকারি পরিচালক মো. আরিফুর রহমান জানান, সোমবার দিবাগত গভীর রাতে ওই বাড়ি থেকে বোমা সাদৃশ ৬ টি বস্তু জব্দ করা হয়েছে। আরিফুর রহমান জানান, আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে আসি। এসে দেখি বাড়িতে যে তিনজন লোক ছিলেন তারা চলে গেছেন। এখন তথ্য যাচাই এবং সিসি ফুটেজ বিশ্লেষণ করে বিস্তারিত জানাতে পারবো।
র্যাবের এ কর্মকর্তা বলেন, আমরা বোমা ডিস্পোজাল ইউনিটকে খবর দেই। তারা আসার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে এগুলো ধ্বংস করে।প্রাথমিকভাবে র্যাব ধারণা করছে, দেশের রাজনৈতিক পরিবেশকে আরও অস্থিতিশীল করতেই এই বিস্ফোরক দ্রব্য আনা হয়েছিল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















