রাজধানীর কদমতলীতে ইন্টারনেট ব্যবসায়ীকে ছুরিকাঘাত
রাজধানীর কদমতলীর পাটেরবাগ ইতালি মার্কেটের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আমিনুল ইসলাম ডালিম (৩০) নামের ইন্টারনেট ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহত আমিনুলের সহকর্মী বাহক ইয়াসিন জানান, সন্ধ্যা সাতটার দিকে ইটালি মার্কেটের সামনে দুই কিশোর মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলে ধাক্কা লেগে আহত হন এক বৃদ্ধ। সেসময় আমিনুল বৃদ্ধের কাছে তাদের ক্ষমা চাইতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ডালিম জনি নামের একজনকে থাপ্পর মারেন। এরপর তারা চলে যান।
এর কিছুক্ষণ পর জনিসহ প্রায় ২০ থেকে ৩০ জন এসে ডালিমের ওপর হামলা চালায়। এক পর্যায়ে ডালিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এরপর গুরুতর আহত অবস্থায় ডালিমকে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত জনি ওই এলাকার কিশোর গ্যাংয়ের লিডার এবং চিহ্নিত সন্ত্রাসী বলে ইয়াসিন জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কদমতলীর পাটেরবাগ এলাকায় এক যুবক ছুরিকাঘাতে আহত হয়ে এসেছেন। ঢামেকের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তার অবস্থা গুরুতর। কদমতলী থানাকে বিষয়টি অবগত করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন