রাজধানীর কামরাঙ্গীরচরে কামরাঙা পাড়তে গিয়ে ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
রাজধানীর কামরাঙ্গীরচরে নিজ বাসার ছাদে কামরাঙা পাড়তে গিয়ে নিচে পড়ে শফিউল্লাহ পাটোয়ারী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (০৪ ডিসেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে কামরাঙ্গীরচরের নার্সারি গলি এলাকার এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে সকাল সাড়ে নয়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই মিজানুর রহমান জানান, সকাল সাড়ে ছয়টার দিকে নিজ বাসার এক তলা ছাদে যান শফিউল্লাহ পাটোয়ারী। সেখানে গাছ থেকে কামরাঙা পাড়তে গিয়ে ডাল ভেঙে নিচে পড়ে যান। এতে গুরুতর আহত হন তিনি। পারে আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন