রাজধানীর বরিশাল প্লাজায় এবার আগুন
রাজধানীর বঙ্গবাজারের পাশে বরিশাল প্লাজায় এবার আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার (৮ এপ্রিল) সকাল ৮টা ৫ মিনিটে সেখানে আগুন লাগে। তবে ৪০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে সেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার।
তিনি বলেন, বরিশাল প্লাজায় অগ্নিনির্বাপণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। বরিশাল প্লাজার পাঁচতলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত। ৯টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুনের সূত্রপাত কিংবা আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ, তা জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।
এর আগে গত মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগে। সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ৪৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান সাংবাদিকদের জানান, বঙ্গবাজারে আগুনে প্রায় পাঁচ হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওই আগুনের রেশ কাটতে না কাটতে আবার আরেক মার্কেটে আগুন লাগলো।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন