রাজধানীর যাত্রাবাড়ীতে জাটকা বিক্রির দায়ে ৭৪ লাখ টাকা জরিমানা
রাজধানীর যাত্রাবাড়ীর মাছের আড়তে ৪ কোল্ডস্টোরেজকে অস্বাস্থ্যকর পচা মাছসহ জাটকা সংরক্ষণ ও বিক্রির জন্য ৭৪ লাখ টাকা জরিমানা করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র্যাব-১০ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়। র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান গণমাধ্যমকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন