রাজধানীর সড়কে যান চলাচল স্বাভাবিক,নেই হরতালের প্রভাব

তফসিল ঘোষণার পর তা প্রত্যাখ্যান করে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয়। সেই হরতালের প্রথম দিন আজ। তবে হরতাল থাকলেও রাজধানীর সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। ব্যক্তিগত গাড়ি কম দেখা গেলেও বাস ও সিএনজিচালিত অটোরিকশার চলাচল স্বাভাবিক রয়েছে।

কর্মজীবী মানুষের আনাগোনাও বৃদ্ধি পেয়েছে।বাস পেতেও যাত্রীদের ভোগান্তি হয়নি। কম-বেশি যাত্রী নিয়েই বাসগুলোকে ছেড়ে যেতে দেখা গেছে।আজ রবিবার মিরপুর-১, আনসারক্যাম্প, টেকনিক্যাল, শ্যামলী, শিশুমেলা ও আগারগাঁওয়ের আশপাশের সড়ক ঘুরে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে মিরপুর-১ নম্বর বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, মিরপুর থেকে সব সড়কে যাওয়ার বাস দাঁড়িয়ে আছে। কোনো বাসকে অল্প যাত্রী নিয়ে ছেড়ে যেতে দেখা গেছে। আবার অনেক বাসকেই যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা যায়।

বাসের সঙ্গে পাল্লা দিয়ে চলছে সিএনজিচালিত অটোরিকশাও। সড়কে মোটরসাইকেলে চলাচলকারী সবচেয়ে বেশি। তবে প্রাইভেট কার বা মাইক্রোবাস আজও কম দেখা গেছে। কল্যাণপুর-শ্যামলী রোডে যানজটও দেখা গেছে।