রাজনীতিতে সব দলের অংশগ্রহণ বাংলাদেশে এখনো বড় চ্যালেঞ্জ
ইউরোপীয় ইউনিয়ন মনে করে, রাজনৈতিক প্রক্রিয়ায় সব দলের অংশগ্রহণ নিশ্চিত করাটা এখনো বাংলাদেশের জন্য অন্যতম প্রধান চ্যালেঞ্জ। বিরোধী দল শুধু সংসদের বাইরেই নেই, রাজনৈতিক প্রক্রিয়ায়ও তাদের অংশগ্রহণ নেই বললেই চলে।
ইউরোপীয় কাউন্সিল গত সোমবার বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে এসব কথা বলা হয়।
প্রতিবেদনের এই বক্তব্য সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেন, এসব সংগঠন সব সময়ই এগুলো বলে আসছে। তারা দেশের উন্নয়নসহ ভালো কাজগুলো দেখে না। তাই এ নিয়ে আর নতুন করে প্রতিক্রিয়া দেওয়ার কিছু নেই।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও চ্যালেঞ্জের জায়গাগুলো চিহ্নিত করা হয়। এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ২০১৫-১৭ মেয়াদে হিউম্যান রাইটস কাউন্সিলের সদস্য।
ওই প্রতিবেদন বলছে, অর্থনীতির ধারাবাহিক উন্নয়নে দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক অগ্রগতি হলেও মানবাধিকার সুরক্ষা সংরক্ষণ ও আইনের শাসন—এ দুটি ক্ষেত্রে উন্নতি নেই। নাজুক নিরাপত্তাব্যবস্থা, গণতান্ত্রিক পরিবেশের সংকোচন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, বিরোধী দল, মানবাধিকারকর্মীদের ওপর নিয়ন্ত্রণমূলক কর্মকাণ্ডসহ লোকজনের নাগরিক ও রাজনৈতিক অধিকারের অব্যাহত অবনতি নিয়ে এখনো ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ রয়েছে।
প্রতিবেদনে ইইউ জানিয়েছে, রাজনৈতিক সংলাপ, জনকূটনীতি, উন্নয়ন সংস্থার কার্যক্রম, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, মানবাধিকার সংগঠন ও মানবাধিকারকর্মীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ইইউ নিবিড়ভাবে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এতে আরও বলা হয়েছে, বিরোধী দল সংসদের বাইরে এবং বস্তুত রাজনৈতিক প্রক্রিয়ায় তাদের কোনো প্রভাব নেই, থাকলেও তা খুবই সামান্য। স্বাধীনতাযুদ্ধের সময় অপরাধের কারণে জামায়াত নেতাদের মৃত্যুদণ্ড ও তাদের সমর্থকদের ওপর সার্বক্ষণিক চাপ অব্যাহত রেখে জামায়াতকে ধ্বংস করে ফেলা হয়েছে। ২০১৬-এর স্থানীয় নির্বাচন সংঘাতময় ও প্রশ্নবিদ্ধ ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে বলেও মনে করছে ইইউ। ইউরোপীয় জোটটি মনে করে, গত বছর ধর্মীয় ও সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিবর্গ ও উপাসনালয়ে হামলা, ব্লগার, সাংবাদিক, শিক্ষাবিদ, ধর্মনিরপেক্ষ লোকজনকে গুম ও খুনের ঘটনা ঘটেছে।
কর্তৃপক্ষ অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে ব্যর্থ হওয়ায় আইনের শাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, যা অবদান রাখছে বিচারহীনতার সংস্কৃতিতে। বিচার বিভাগ সম্পর্কে বলা হয়েছে, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আনুষ্ঠানিকভাবে আলাদা হয়েছে ঠিকই, কিন্তু বিচার বিভাগ সত্যিকারের স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি।
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, বাংলাদেশ লিবারেশন ওয়ার ক্রাইমস ডিনায়াল অ্যাক্ট, সিটিজেনশিপ অ্যাক্টের মতো আইনগুলোর বাস্তবায়ন বাক্স্বাধীনতার অধিকারকে বাধাগ্রস্ত করতে
পারে বলে আশঙ্কা করেছে ইউরোপীয় ইউনিয়ন। তা ছাড়া সংসদ যে ‘দ্য ফরেইন ডোনেশন (ভলান্টারি অ্যাকটিভিটিজ) রেগুলেশন বিল’ ২০১৬ পাস করেছে, তা সুশীল সমাজের কাজে মারাত্মক সীমাবদ্ধতা তৈরি করেছে বলে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়ন।
তবে ইউরোপীয় ইউনিয়ন ২০১৬ সালে বাংলাদেশ চিটাগং হিল ট্র্যাক্টস ল্যান্ড ডিসপুট রেজল্যুশন কমিশন বিলের প্রশংসা করেছে। তারা মনে করছে, এই বিলটি বাস্তবায়িত হলে তা পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। শ্রম অধিকারের ক্ষেত্রেও বাংলাদেশের কিছু অগ্রগতি হয়েছে বলে মনে করছে ইউরোপীয় ইউনিয়ন। তবে এখনো শ্রম খাতে ন্যায্যতার প্রশ্নে আরও অনেক কিছু করার আছে।
ইইউ নিয়মিতভাবে বাংলাদেশকে মানবাধিকার পরিস্থিতি ও গণতন্ত্রের উন্নয়নে কাজ করতে বলেছে। বিশেষ করে গত বছরের ডিসেম্বরে ব্রাসেলসে সুশাসন ও মানবাধিকারবিষয়ক একটি সাব গ্রুপের বৈঠকে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় এসব কথা বলা হয়েছে। ইইউ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, মৃত্যুদণ্ড, সংগঠন করার অধিকার, বাক্স্বাধীনতা ও সুশীল সমাজের কাজের ক্ষেত্র সংকুচিত হওয়ার বিষয়ে উদ্বেগ জানিয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন