রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিকের মৃত্যু
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে শুভ মন্ডল (১৯) নামে পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৮টায় ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ন শুভ মন্ডল ও কাজল মন্ডল। মৃত শুভ মন্ডল বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামের ভরত মন্ডলের ছেলে। উচ্চ মাধ্যমিক পাশ করে সে ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
নিহতের ভাই সনৎ কুমার মন্ডল বলেন, শুভ দুর্গাপূজার ছুটিতে বাড়ি আসছিল। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আমার দুই ভাই শুভ মন্ডল ও কাজল মন্ডল মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। শুভ মোটরসাইকেলের পেছনে বাসা ছিল। মোটরসাইকেলের গতি বেশি থাকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। সেঈ সময় শুভ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মধুখলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা ঢাকা মেডিকেলে রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল সাড়ে ৮টার দিকে শুভ মারা যায়। এ ঘটনায় আহত হয়েছেন কাজল মন্ডল।
জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম ফরিদ হোসেন বলেন, শুভ আমাদের গ্রামের ছেলে। মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন