রাজবাড়ী সেপটিক ট্যাংকি থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার
রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিখোঁজের ১৪ দিন পর বাড়ির সেপটিক ট্যাংকি থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ আগষ্ট) বিকেল তিনটার দিকে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধু মিনু বেগম (২৭) ওই গ্রামের উজ্জ্বল শেখের স্ত্রী।
নিহত মিনুর মা সোনাই বেগম অভিযোগ করেছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পূর্ব শত্রুতার জের ধরে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন হত্যাকাণ্ডের পর মরদেহ সেপটিক ট্যাংকিতে লুকিয়ে রেখেছিল বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, তার মেয়ে মিনুর সাথে চাচাতো ভাই উজ্জ্বল শেখের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাকে নানাভাবে নির্যাতন করে আসছিল স্বামী। গত ৪ বছর পূর্বে উজ্জ্বল শেখ গোপনে আরেকটি বিয়ে করেন এবং এরপর নির্যাতন আরও বেড়ে যায়।
তিনি জানান, সবশেষ গত ৫ আগস্ট সকাল সাতটা থেকেই মেয়ে মিনুকে পাওয়া যাচ্ছিল না। তাদের বাড়ি গিয়ে তার মেয়ের বিষয়ে জিজ্ঞাসা করলেও কোন উত্তর দেয়নি শ্বশুরবাড়ির লোকজন।
এ ঘটনার পর গত ৮ আগস্ট বালিয়াকান্দি থানায় তেঁতুলিয়া গ্রামের কুদ্দুস শেখের ছেলে উজ্জ্বল শেখ, শমসের শেখের ছেলে কুদ্দুস শেখ, কুদ্দুস শেখের স্ত্রী জহুরা বেগমকে আসামী করে একটি অভিযোগ দায়ের করা হয়।
বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিবুল ইসলাম জানান, সেপটিক ট্যাংকি থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন