রাজশাহীতে নিহত জঙ্গিদের মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বেনীপুর গ্রামের জঙ্গি আস্তানায় নিহত পাঁচ জঙ্গির মরদেহ পরিবার না নেয়ায় বেওয়ারিশ হিসেবে কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে দাফন করা হবে।
শনিবার দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে মরদেহগুলো দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হয়।
রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিফজুর আলম মুন্সি জানান, নিহতদের পরিবারের কাছে মরদেহগুলো নেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল। কিন্তু জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকায় সাজ্জাদের মা মারজান বেওয়া ছেলে, ছেলের স্ত্রী ও নাতি-নাতনিদের মরদেহ নিতে অস্বীকৃতি জানান। সে কারণে ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে মরদেহগুলো দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হয়।
তারা দুপুরে জোহরের নামায শেষে মহানগরীর হেতম-খাঁ গোরস্থানে দাফন কাজ শেষ করেন। এসময় পুলিশ তাদেরকে সহযোগিতা করেছে।
ওসি আরও জানান, নিহত সাজ্জাদের মেয়ে সুমাইয়া খাতুনকে পুলিশ হেফাজতে এখনও বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে এ ব্যাপারে মামলা দায়ের করা হবে। মামলার পর তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন