রাজশাহীতে পাটশিল্পখাতের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহীতে পাট শিল্পখাতের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান বের করা এবং জাতীয় অর্থনীতিতে পরিবেশবান্ধব পাটের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশন এবং বাংলাদেশ বিজনেস প্রমোশন কাউন্সিল এর আয়োজনে বৃহস্পতিবার ৬ জুন ২০২৪ তারিখ সকাল ১০:০০ টায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার আক্তার জামীল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদুর রহমান রিংকু, হাসেন জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক হাসেন আলী।

সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. ফাহমিদা চৌধুরী, অধ্যাপক ড. মাহমুদুল হাসান প্রমুখ। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশন চেয়ারম্যান মো: আবুল হোসেন।