রাজশাহীতে ৭৫ হাজার ভোটের ব্যবধানে জয়ের আশা লিটনের
রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচন শুরু হয়েছে। সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এদিন সকাল সোয়া ৮টায় রাজশাহী স্যাটেলাইন টাইন হাই স্কুলের একাডেমিক ভবনের দ্বিতীয় তলার ২নং বুথে ভোট দিয়েছেন রাসিক সিটির আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
ভোট দেয়ার পরে এক প্রতিক্রিয়ায় লিটন বলেছেন, সকাল থেকে সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই পরিবেশ বজায় থাকলে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৭০ থেকে ৭৫ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করব।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে লিটন বলেন, ভোট কেবল শুরু হয়েছে। বিএনপি যদি ভোট প্রত্যাখান করে সেটা হবে অগণতান্ত্রিক। গণতন্ত্রের চর্চা হবে না।
তিনি বলেন, ভোটে জয়-পরাজয় আছে। যে কোনো ফলাফল মেনে নেয়ার মানসিকতা আমার আছে।
এর আগে সকাল সোয় ৮টায় লিটন ওই ভোটকেন্দ্রে প্রবেশ করেন।
এসময় তার সহধর্মিণী শাহিন আক্তার রেনি উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ মেয়র প্রার্থী লিটন ভোটকেন্দ্রে প্রবেশের আগে তার বাবার কবর জিয়ারত করে আসেন।
রাজশাহী সিটিতে মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৬ হাজার ৮৫ জন ও নারী ১ লাখ ৬২ হাজার ৫৩জন। ভোট কেন্দ্র ১৩৮টি ও ভোট কক্ষ ১ হাজার ২৬টি। এই সিটিতে মেয়র প্রার্থী মোট ৫ জন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন