রাজশাহীর গোদাগাড়ীতে জেন্ডার ন্যায্যতা ও জলবায়ু ন্যায্যতার আন্তঃসম্পর্ক’ বিষয়ক কর্মশালা

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘জেন্ডার ন্যায্যতা ও জলবায়ু ন্যায্যতার আন্তঃসম্পর্ক’ বিষয়ক দিনব্যাপী কমিউনিটি স্কুল কর্মশালা অনুষ্ঠিত। মঙ্গলবার (১৫ জুলাই) দিনব্যাপি এবং উপজেলা পল্লী উন্নয়ন অফিসের হলরুমে রিসার্চ ইনিশিয়েটিভস, বাংলাদেশ (রিইব)-এর আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালায় স্থানীয় উন্নয়ন সংগঠনগুলো অংশগ্রহণ করে।
ছিলেন রিইব-এর প্রকল্প পরিচালক ও প্রশিক্ষণ সমন্বয়ক সুরাইয়া বেগম। তিনি অংশগ্রহণমূলক পদ্ধতিতে ইন্টার্যাক্টিভ গেম ও দলীয় কাজের মাধ্যমে জেন্ডার ও জলবায়ু ন্যায্যতার মৌলিক ধারণা উপস্থাপন করেন।
বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক প্রেক্ষাপটে জেন্ডার ও জলবায়ু ন্যায্যতা গুরুত্ব তুলে ধরেন রোসা লাক্সেমবার্গ স্টিফটুং প্রোগ্রাম ম্যানেজার ভিনোদ কষ্টি, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সুলতানা শারমিন।
এছাড়াও বিভিন্ন উন্নয়ন সংগঠনের প্রতিনিধিদের বোরসিক, কাকন বহুমুখী উন্নয়ন সংস্থা, রাজশাহী সোশ্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বাংলাদেশ এবং ইয়ুথ চেঞ্জমেকারস নেটওয়ার্ক। তারা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং জানান এই ধরনের প্রশিক্ষণ তাদের কাজের ক্ষেত্রকে আরও জেন্ডার ও জলবায়ু সংবেদনশীল করে তুলবে।
অনুষ্ঠানটি পরিচালননা করেন রিইব-এর প্রোগ্রাম অফিসার সৈয়দ নাভিদ আনজুম হাসান এবং এনিমেটর অপু রাম দাস।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সংগঠনগুলোকে সুপারিশ দেওয়া হয়, যাতে তারা নিজেদের চলমান ও ভবিষ্যৎ কর্মকাণ্ডে জেন্ডার ও জলবায়ু ন্যায্যতার চর্চা নিশ্চিত করে।
পুরো প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে পরিচালনায় সমন্বয় করেন রিইব-এর প্রোগ্রাম অফিসার সৈয়দ নাভিদ আনজুম হাসান এবং এনিমেটর অপু রাম দাস। স্থানীয় ও জাতীয় গণমাধ্যমকর্মীরা প্রশিক্ষণের বিভিন্ন পর্ব পর্যবেক্ষণ করেন এবং অংশগ্রহণকারীদের অভিমত সংগ্রহ করেন।
কমিউনিটি স্কুলটি স্থানীয় উন্নয়নকর্মীদের জেন্ডার ও জলবায়ু ন্যায্যতা বিষয়ে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রয়োজন বলে বক্তব্য রাখেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন