রাজশাহীর গোদাগাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ মামলার প্রধান আসামি মো. ইমরান (২৬) কে গ্রেপ্তার করেছে র্যাব-৫। সোমবার ভোরে শরীয়তপুর জেলার পালং থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব নিয়মিত অপরাধ দমনে অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গোদাগাড়ী থানার ধর্ষণ মামলার এ আসামিকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে ভিকটিমকে তার স্বামী তালাক দিলে তিনি স্থানীয় প্রাণ কোম্পানিতে চাকরি নেন। এ সময় পরিচয় হয় ইমরানের সঙ্গে এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
পরে গত ২ আগস্ট রাত ৯টার দিকে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের হরিশংকরপুর গ্রামের একটি ভাড়া বাসায় প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ করেন ইমরান। এ ঘটনার পর ভিকটিম নিজেই গোদাগাড়ী থানায় মামলা করেন।
র্যাব জানায়, মামলা হওয়ার পর তারা ছায়া তদন্ত শুরু করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ সিপিএসসি রাজশাহী এবং র্যাব-৮ সিপিসি-২ মাদারীপুরের যৌথ দল সোমবার ভোরে শরীয়তপুরের পালং এলাকা থেকে আসামি ইমরানকে গ্রেপ্তার করে। তাকে পরবর্তীতে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন