রাজশাহীর গোদাগাড়ীতে সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

রাজশাহীর গোদাগাড়ীতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। বিজিবি সূত্রে জানা যায়, ১৯ অক্টোবর ২০২৫রোববার রাত ১১টা রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ সাহেবনগর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির একটি নিয়মিত টহল দল অভিযান পরিচালনা করে।

সীমান্ত পিলার ৪৪/২-এস হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোদাগাড়ী উপজেলার আষাড়িয়াদহ ইউইনয়নের হনুমন্তনগর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

এ সময় টহল দলটি মালিকবিহীন অবস্থায় ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়।আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৬৬ হাজার ১০ টাকা।