রাজশাহীর মহিশালবাড়ী বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের অশালীন আচরণে শিক্ষক সাময়িক বরখাস্ত

রাজশাহীর গোদাগাড়ী মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্লাসে ছাত্রীদের সাথে অশালীন আচরণ করার অভিযোগে সহকারী শিক্ষক মনিরুল ইসলাম (জীববিজ্ঞান) সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) বেলা ১১টায় মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) একটি আবদন করলে সেবি আবেদন গ্রহন করে। ওই মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকদের জরুরী সভায় সহকারী শিক্ষক মনিরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেন।
বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগে উল্ল্যেখ করেন, সহকারী শিক্ষক মনিরুল ইসলাম (জীববিজ্ঞান),ওই বিদ্যালয়ের ছাত্রীদের সাথে বিভিন্ন ভাবে খারাপ আচরণ, অঙ্গভঙ্গি ও অশ্লীল ভাষা ব্যবহার করে, যা ছাত্রীদের এই আচরণ সহ্য করা কোন ভাবে সম্ভব নয়।
তিনি দীর্ঘদিন যাবৎ ছাত্রীদের সাথে এই আচরণ করে আসছে। ছাত্রীরা লজ্জায় ও ভয়ে কাউকে বলতে পারে না। এই আরচণটি দিনের পর দিন বেড়ে যাওয়ায় ছাত্রীরা তাদের পরিবারের সদস্যদের বলতে বাধ্য হই।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১৩জন ছাত্রীদের একটি আবেদন পাওয়ার পর ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষককে ডেকে জরুরীভাবে সভা করে সহকারী শিক্ষক মনিরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়। অভিযোগের বিষয়টি আরো ব্যাপকভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বরখাস্ত শিক্ষক মনিরুল ইসলাম বলেন, ‘আমি এমন কোনো কাজ করিনি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছি।’

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন