রাজশাহীতে প্রশিক্ষণার্থীদের হাতে বিনামূল্যে ল্যাপটপ তুলে দিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী
রাজশাহীতে হার পাওয়ার প্রকল্পের আওতায় প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর, গোমাস্তাপুর এবং শিবগঞ্জ উপজেলার এক’শ প্রশিক্ষণার্থীর হাতে বিনামূল্যে ল্যাপটপ তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের জয় সিলিকন টাওয়ারে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাপটপ বিতরণ করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক।
ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে জুনাইদ আহ্মেদ পলক বলেন, আজ তোমাদের হাতে যে কোর আই ফাইভ বাংলাদেশ ব্র্যান্ডের ল্যাপটপ তুলে দেয়া হয়েছে তার প্রতিটির বাজার মূল্য ৬৫ হাজার টাকা। ল্যাপটপ, ৫ মাস ট্রেনিং এবং ১ মাস ইন্টার্নিশিপ বাবদ জনপ্রতি প্রায় ১ লাখ টাকা খরচ হয়েছে। এ টাকা দেশের জনগণের কষ্টার্জিত টাকা। জনগণের কষ্টার্জিত এ বিনিয়োগকে কাজে লাগিয়ে দেশকে সমৃদ্ধ করবে। বিনিয়োগ ১০ বছরে কোটি টাকায় পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটা নিয়েছি দেশের ২৫ হাজার ১ শত ২৫জন সফল নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে। তোমরা এক এক জন প্রশিক্ষনার্থী এক একটা এলাকার উৎসাহ-অনুপ্রেরণা হয়ে আরো হাজার হাজার-লক্ষ লক্ষ নতুন উদ্যোক্তা তৈরি করবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের মহাপরিচালক মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজশাহী মহানগর শাখার সহসভাপতি শাহীন আকতার রেনী, রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র মোঃ নিযাম উল আযীম, রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক প্রকল্প পরিচালক এ কে এ এম ফজলুল হক প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রকল্প পরিচালক রায়হানা ইসলাম।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন