রাজশাহী জেলা পুলিশের আয়োজনে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/02/Rajshi-08-02-23-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
রাজশাহী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রীল শেডে রাজশাহী জেলায় কর্মরত পুলিশ সদস্যদের নিয়ে শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মো: আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র পুলিশ কমিশনার জনাব আনিসুর রহমান, বিপিএম ( বার), পিপিএম ( বার) ।
সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)। এ সময় রাজশাহী রেঞ্জের অন্যান্য সিনিয়র কর্মকর্তাগনসহ জেলা পুলিশের অফিসার-ফোর্স ও সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।
পুলিশের পেশাগত কর্মব্যস্ততার মাঝে কিছুটা সময় আনন্দময় করতে ও গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখতে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। পিঠা উৎসবে সংগীত পরিবেশন করেন রাজশাহীর জনপ্রিয় শিল্পীগন ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন