রাজার পদত্যাগ বিল অনুমোদন করল জাপান সরকার
জাপানের রাজার পদত্যাগের বিল অনুমোদন করল সে দেশের সরকার। যদি এই বিল পাস হয় তবে রাজা আকিহিতো পদত্যাগ করতে পারবেন।
বিবিসি জানায়, ৮৩ বছর বয়সী রাজা আকিহিতো গত বছর ঘোষণা দেন যে বয়স এবং স্বাস্থ্যগত অবস্থার কারণে দাপ্তরিক কাজ করতে তার অসুবিধা হচ্ছে। কিন্তু তার অবসরে যাওয়ার জন্য এবং ছেলে রাজপুত্র নারুহিতোকে দায়িত্ব বুঝিয়ে দিবেন এমন আইন জাপানে নেই।
রাজার অবসরের এই বিল পাসের জন্য পার্লামেন্টে তোলা হবে। তবে সবাই ধারণা করছেন বিল পার্লামেন্টেও পাস হয়ে যাবে।
১৯৮৯ সালে বাবা হিরোহিতোর মৃত্যুর পর আকিহিতো রাজার দায়িত্ব পান। তার হার্ট সার্জারি হয়েছে এবং বর্তমানে তিনি প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন। জাপানের রাজার রাজনীতি নিয়ে কোনো মন্তব্য করতে পারেন না।
সরকার রাজার পদত্যাগের জন্য তারিখ ঠিক করে দিবেন। আশা করা হচ্ছে তা ২০১৮ সালের ডিসেম্বর মাসে হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন