‘রাজা’ দেখার ফি ১০ টাকা

গরুটির নাম ‘রাজা’। বয়স তিন বছর ১০ মাস। রয়েছে দুটি মাথা, চারটি শিং ও তিনটি চোখ। এ ধরনের বিচিত্র আকৃতির কারণে গরুটিকে ঘিরে রয়েছে মানুষের কৌতূহল।

রাজাকে প্রতিদিন একনজর দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। তবে গরু দেখা বাবদ প্রত্যেক দর্শনার্থীকে ফি দিতে হয় ১০ টাকা।

বৃহস্পতিবার এমন তথ্যই জানালেন গরুটির মালিক রাজশাহী নগরীর শেখপাড়ার মঈন উদ্দিন।

তিনি বলেন, রাজা জন্ম নেয়ার সময় সবাই অবাক হয়েছিল। বছরখানেক পরেই তাকে বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু রাজাকে দেখতে উৎসুক মানুষের ভিড় দেখে তাকে বিক্রি করা হয়নি।

তবে প্রতিদিন তার পেছনে খাবার বাবদ খরচ করতে হয় আড়াইশ টাকা। আর এ কারণে রাজাকে দেখার ফি হিসেবে ১০ টাকা করে নেয়া হয়।

মঈন উদ্দিন বলেন, রাজা আমার সন্তানের মতো। নিজের সন্তানের মতোই তাকে ভালোবাসি। বাধ্য সন্তানের মতো উঠে দাঁড়াতে বললে উঠে দাঁড়ায়। আবার বসতে বললে বসে যায়।