রাজৈরে ইভটিজিং করায় এক কলেজ ছাত্রকে এক মাসের করাদন্ড
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈর উপজেলায় স্কুলের দুই ছাত্রীকে ইভটিজিং করার ফলে জাকির হোসেন মোড়ল নামের এক কলেজ ছাত্রকে ভ্রাম্যমাণ আদালত এক মাসের কারাদন্ড প্রদান করেছে।
সূত্র থেকে জানা যায়, বুধবার রাজৈরের আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ও অষ্টম শ্রেণির দুইজন ছাত্রীকে আমগ্রাম ইউনিয়নের তেলিকান্দি গ্রামের জব্বার মোড়লের ছেলে কলেজ ছাত্র জাকির হোসেন মোড়ল (২৫) ইভটিজিং করে বসে। এ বিষয়টি দুপুরে স্কুল কর্তৃপক্ষ সাথেসাথে উপজেলা প্রশাসনকে জানালে তখন প্রশাসনের ও পুলিশের কর্মকর্তারা আমগ্রাম উচ্চ বিদ্যালয়ে এসে ভ্রাম্যমাণ আদালত দিয়ে কলেজ ছাত্র জাকির হোসেনকে ইভটিজিং করার এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
রাজৈরের পুলিশের কর্মকর্তা বলেন, জাকিরকে কারাদন্ড প্রদানের পরে মাদারীপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন