রাজৈরে বজ্রপাতে গৃহবধুর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈরে আমগ্রামের সিরাজকাঠী গ্রামে আজ শনিবার রাতে আকস্মিক বজ্রপাতে কল্পনা বাড়ৈ (৪১) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত কল্পনা একই গ্রামের সমর বাড়ৈর স্ত্রী।
সূত্র থেকে জানা যায়, রাতে ৯টার দিকে প্রচন্ড বেগে ঝড়বৃষ্টি পরে কল্পনা তার বাড়ির রান্না ঘরের দিকে যাচ্ছিলেন ঠিক তখনেই আকস্মিক বজ্রপাতের কারনে ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় কল্পনাকে সাথেসাথে পারিবারের থেকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানকার ডাক্তার তকে মৃত ঘোষণা করেন।
রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার বলেন, কল্পনা বজ্রপাতের কারনেই গুরুতর আহত হয়ে পরে মারা যায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















