রাণীনগরে একই লাইনে ২ ট্রেন, অল্পের জন্য সংঘর্ষ থেকে রক্ষা
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ ) : নওগাঁর রানীনগর রেল স্টেশনে একই লাইনে দুটি ট্রেন এসে অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে। এতে প্রাণে বেঁচে গেলো দুই ট্রেনের হাজারো যাত্রী।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে খুলনা থেকে সিমান্ত এক্সপ্রেস এবং রংপুর থেকে রংপুর এক্সপ্রেস ট্রেন দুটি একই লাইনে রানীনগর রেল স্টেশনে আসতে শুরু করে। এসময় ট্রেন চালকের জন্য অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন দুটি।
পশ্চিমাঞ্চল (পাকশী) বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল জানান, আমাদের চৌকস ট্রেনচালক এবং কর্মকর্তাদের জন্য কোনো বড় ধরনের দুর্ঘটনা হয়নি। এ বিষয়ে পশ্চিমাঞ্চল পাকশী বিভাগের পরিবহন কর্মকর্তা নাছির উদ্দিনকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথাও বলা হয়েছে।
তিনি আরো জানান, প্রতিবেদন হাতে পেলে দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখনো কোনো কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন