রাণীনগরে গাঁজাসহ আটক- ১
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে বিমান চন্দ্র (৫০) নামে একজনকে আটক করেছে। আটককালে তার নিকট থেকে ৫০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক বিমান উপজেলার কুজাইল গ্রামের বিরেন্দ্রনাথের ছেলে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বুধবার রাতে উপজেলার কুজ্ইাল বাজারে অভিযান চালিয়ে বিমানকে ৫০গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে রাতেই মাদক মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন