রাণীনগরে জনতার হাতে দুই চোর আটক
নওগাঁর রাণীনগরে প্রকাশ্য দিবালোকে বাড়িতে ঢুকে চুরি করে পালানোর সময় দুই চোরকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের থানাপুলিশে সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার(১লা ডিসেম্বর) দুপুরে উপজেলার চকমনু মন্ডলের ব্রীজ এলাকায় জুয়েল হোসেনের বাড়ীতে এ ঘটনাটি ঘটে। বাড়ির মালিক জুয়েল হোসেন বলেন,তিনি ব্যবসার কাজে বাড়ীর বাহিরে ছিলেন। বাড়িতে আমার স্ত্রী থাকলেও দুপুরে পার্শ্ববর্তী বাড়িতে চলে যায়। এই সুযোগে চোরেরা প্রাচীর টপকে বাড়ির ভিতরে প্রবেশ করে দরজার তালা ভেঙে প্রায় তিন ভরি স্বর্ণালংকার ও নগদ ২২ হাজার টাকা চুরি করে।
এসময় তার স্ত্রী বাড়িতে গেলে দুই চোর প্রাচীর টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তার স্ত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এসে তাদের ধাওয়া করে ওই দুই চোরকে আটক করে। আটককৃতরা হলো বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার স্টেশন এলাকার বাসিন্দা কালু হোসেন (২৫) ও ডালপট্টির বাসিন্দা রনি হোসেন (২৩)।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,স্থানীয়রা দুই চোরকে ধরে আমাদের কাছে সোর্পদ করেছে। আরো কয়েকজন পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন