রাণীনগরে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/10/Raninagar-Pic-18-10-231-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ফিলিস্থিনের উপর ইসরাইলের আগ্রাসী হামলার প্রতিবাদে নওগাঁর রাণীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর বুধবার দুপুরে উপজেলার ধর্মপ্রাণ মসলিম তৌহিদী জনতার ব্যানারে এই মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।
এদিন দুপুরে উপজেলা সদরের বাসস্ট্যান্ড গোল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদর প্রদক্ষিন করে। এর পর গোল চত্বরে সমবেত হয়ে এক প্রতিবাদ সমাবেশ করে। মুফতি আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন,আলহাজ্ব মাওলানা মো: আনোয়ার হোসেন,আলহাজ¦ মহসিন আলী খাঁন,কাজী মোজাফ্ফর হোসেন,ক্বারী জরিপ উদ্দীন,মুফতি আবু বক্কর সিদ্দিক প্রমূখ।সমাবেশে বক্তারা ফিলিস্থিনির উপর হামলা বন্ধের দাবি জানান এবং হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন