রাণীনগরে মাদক সেবির ১১মাসের কারাদন্ড
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/08/Raninagar-Saja-Pic-23-08-23-693x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নওগাঁর রাণীনগরে নাহিদ পারভেজ (২৮) নামে এক মাদক সেবিকে ১১মাস ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এই কারাদন্ড প্রদান করেন।দন্ডিত নাহিদ উপজেলার চক কুতুব গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
আদালত সুত্র জানায়, দীর্ঘ দিন ধরে মাদক সেবন করে মাতলামিসহ পরিবারের উপর নানা অত্যাচার করে আসছিল নাহিদ। পরিবারের এমন অভিযোগের ভিত্তিতে থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে নাহিদকে আটক করা হয়।
এসময় আদালতে নিয়মিত মাদক সেবনের কথা সিকার করায় মাদক দ্রব্য নিয়ন্ত্র আইনে তাকে ১১মাসের কারাদন্ড এবং একই সাথে তিন হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ১০ দিনের বিনাশ্রম কারা দন্ডে দন্ডিত করেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ভ্রাম্যমান আদালতে দন্ডিত নাহিদকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন