রাণীনগরে রেলওয়ের ওভার ব্রীজের ধাক্কায় এক যুবকের মৃত্যু
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগর রেলওয়ে ষ্টেশনের ওভার ব্রীজের ধাক্কায় বিকরুল ইনলাম (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি পার্বতীপুরে যাওয়ার উদ্দ্যেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী দ্রæতযান ট্রেনের ছাদে বিকরুল।
শুক্রবার ভোর রাতে ট্রেনটি রাণীনগর ষ্টেশনে পৌঁছলে অসাবধানতার কারণে ওভার ব্রীজের সাথে ধাক্কা লেগে ষ্টেশনের অদূরে ট্রেন থেকে তিনি পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বাংলাদেশ রেলওয়ের সান্তাহার জংশন ষ্টেশনের জিআরপি থানার এসআই ইমায়েদুর রহমান লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। এঘটনায় জিআরপি থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। মৃত বিকরুল ইসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর থানার নামাপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের ছেলে বলে এসআই ইমায়েদুর রহমান জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন