রাতে বিছানায় মাকে খুনের পর রক্ত দিয়ে এ কী লিখলেন যুবক!
রাতে বিছানায় ছুরিকাঘাতে মাকে খুন করলেন যুবক সিদ্ধান্ত গানোর। এর পর মায়ের রক্ত দিয়েই ঘরের মেঝেতে একটি বার্তা লিখে রাখেন তিনি।
ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ে। গত ২৫ মে ওই ঘটনা ঘটে। এর পর সেই যুবককে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে পুলিশ। রাজস্থানের যোধপুরের একটি হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ধারণা, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ায় সিদ্ধান্ত গানোর এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন।
সিদ্ধান্ত গানোরের বাবা দিনেশ্বর গানোর একজন পুলিশ কর্মকর্তা। তিনি খার পুলিশ স্টেশনে কর্মরত আছেন। তাঁর মায়ের নাম দীপালি গানোর।
ভারতীয় সংবাদমাধ্যম মুম্বাই মিররের প্রতিবেদনে জানানো হয়েছে, পুলিশ কর্মকর্তার ২২ বছর বয়সী ছেলে সিদ্ধান্ত গানোর তাঁর মাকে খুন করেন। তারপর মায়ের রক্ত দিয়েই ঘরের মেঝেতে লেখেন, ‘তাঁর জন্য আমি ক্লান্ত, আমাকে ধরুন এবং ফাঁসি দিন।’
এখানেই শেষ নয়, সেই বার্তার নিচে রক্ত দিয়ে হাসিমাখা একটি মুখায়বও আঁকেন সিদ্ধান্ত। এর পর বাড়ি থেকে দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যান তিনি।
বাবা দিনেশ্বর গানোর বলেন, ঘটনার দিন মঙ্গলবার বিকেল ৫টার দিকে তিনি তাঁর স্ত্রীর সঙ্গে শেষ কথা বলেছিলেন। তিনি তখন দায়িত্ব পালন করছিলেন এবং পরে তাঁর এক আত্মীয়ের সঙ্গে রাতের খাবার খেতে যান।
পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে সিদ্ধান্ত বলেছেন, তিনি ঠান্ডা মাথায় তাঁর মাকে খুন করেছেন। এ সময় তিনি প্রায় নয়বার মায়ের গলায় ছুরি চালানোর কথা জানান। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে পুলিশ।
বাকোলা পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা মাহাদিও বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছে গানোরের স্ত্রী ও রক্তে লেখা বার্তাটি দেখতে পাই।’ এর পর দীপালিকে কুপার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিদ্ধান্ত গানোর ন্যাশনাল কলেজে ইঞ্জিনিয়ারিং কোর্সে পড়তেন এবং তিনি ‘ড্রপআউট’ (ছাত্রত্ব বাতিল) হয়ে গিয়েছিলেন।
সিদ্ধান্তের বন্ধুরা জানান, গত দুই মাস সিদ্ধান্ত খুবই চুপচাপ হয়েছিলেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমও এড়িয়ে চলতেন সিদ্ধান্ত গানোর।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন